Private
7 days ago
12 Views

Realme C53 Found

anik
01763587878
mohammadpur dhaka

আজ দুপুরে বাইরে একটু ঘুরতে বের হয়েছিলাম। রিকশা, মানুষ, দোকানের ভিড়—সব মিলিয়ে রাস্তাটা বেশ ব্যস্তই ছিল।
হাঁটতে হাঁটতেই হঠাৎ পা থেমে গেল, কারণ মাটির পাশেই একটা মোবাইল ফোন পড়ে থাকতে দেখলাম।

পুরনো না, আবার খুব নতুনও না—ঠিক মাঝামাঝি। স্ক্রিনে হালকা ধুলো, কিন্তু কোনো ফাটল নেই।
কৌতূহল থেকে নিচু হয়ে তুলে নিলাম।
মনে হলো—
“কে আবার এমন ভাবে মোবাইল ফেলে গেল?”

হাতে নিতেই বুঝলাম ফোনটা এখনো গরম—মানে, একটু আগেই পড়ে গেছে নিশ্চয়ই।
ধুলোটা মুছতেই স্ক্রিনটা জ্বলে উঠল।
লক স্ক্রিনে একটা মিসড কল ঝলসে উঠছিল, আর ব্যাকগ্রাউন্ডে ছিল একটা পরিবারের ছবি।

মুহূর্তেই মনে হলো—
যার ফোন এটা, সে এখন নিশ্চয়ই খুঁজতে খুঁজতে ব্যাকুল হয়ে আছে।
হয়তো রাস্তায় দাঁড়িয়ে পকেট চাপড়াচ্ছে,
ভাবছে—
“ফোনটা কোথায় গেল? এত জরুরি দিনে এমনটা হলো কেন!”

ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ।
আশেপাশে তাকালাম যদি কেউ ফিরে এসে খোঁজে—
কিন্তু কেউ এলো না।

 

আমি ধীরে করে ফোনটা বন্ধ করে পকেটে রাখলাম।
মনে হলো,
“হয়তো একটু পরে মালিককে খুঁজে পাব…
আর না পারলেও—ফোনটা আমাকে খুঁজে পাওয়ার জন্যই হয়তো পড়ে ছিল।”

Hassibul Hassan Anik
Member since: 1 week
User is offline
See all ads
017 * * * * * * * * *
Add to favorites
Add to compare
Report abuse

Copyright © 2024-2026 Lost and Found Bangladesh All Rights Reserved