আজ বিকেলে বাসার বাইরে একটু হাঁটতে বের হয়েছিলাম। রাস্তাটা শান্ত, হালকা বাতাস, মাঝে মাঝে মানুষের আসা–যাওয়া।
হঠাৎ গেটের পাশেই চোখে পড়ল—মাটির ওপর একটা রিমোট পড়ে আছে।
রিমোটটা একদম ভাঙা নয়, আবার পুরো নতুনও না। বোতামগুলো একটু ধুলোমাখা, কিন্তু দেখে মনে হচ্ছে ঠিকঠাক কাজ করবে।
কৌতূহল থেকে নিচু হয়ে তুলে নিলাম।
মনে মনে ভাবলাম—
“আরে, রিমোটটা এখানে কীভাবে এল?”
হাতে নিতেই টুক করে কিছু বোতাম চাপলাম।
লাল ইনডিকেটর লাইটটা একবার জ্বলে উঠল—
মানে রিমোটটা এখনো একদম ঠিক আছে।
সেই মুহূর্তে মাথায় একটা ভাবনা এল—
যার রিমোট এটা, সে এখন নিশ্চয়ই বাসার সোফায় বসে টিভির সামনে বিরক্ত হয়ে আছে।
হয়তো বলছে,
“এই রিমোটটা আবার কোথায় গেল!?”
হয়তো সে টিভির চ্যানেল বদলাতে পারছে না,
হয়তো রাগে দাঁড়িয়ে চারদিকে খুঁজছে,
হয়তো ভাবছে,
“আজকেই কেন যে এমন হলো!”
আর আমি দাঁড়িয়ে আছি রাস্তার ধারে,
হাতে ধরে আছি তার রিমোটটা—
যা সে জানেই না,
এখন আমার কাছে।
Copyright © 2024-2026 Lost and Found Bangladesh All Rights Reserved